ঐতিহাসিক গোড়ার মসজিদ(Gorar Masjid) . ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা
গোরার মসজিদটি (Gorar Masjid) ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে বারোবাজার ইউনিয়নের বেলাট দৌলতপুর গ্রামে অবস্থিত। এই বারোবাজার এলাকাটি ঐতিহাসিকভাবে খুবই সমৃদ্ধ। এখানে অনেকগুলো প্রাচীন মসজিদ রয়েছে। গোরার মসজিদ তাদেরই একটি। গোরাই নামে একজন সুফী এ অঞ্চলে বসবাস করতেন। তার নামানুসারে এই মসজিদকে গোরাই মসজিদ হিসেবে ডাকা হয়। মসজিদের পাশেই তার কবর রয়েছে। প্রত্নতত্ত্ববিদগণের মতে, মসজিদটি হোসেন শাহ বা তার পুত্র নসরত শাহ এর শাসনামলে তৈরি করা হয়েছে। মসজিদটিতে একটি বড় ও তিনটি ছোট গম্বুজ রয়েছে। ১৯৮৩ সালে বারোবাজারে খনন কাজ শুরু হলে আরও বেশ কয়েকটি মসজিদের সাথে এই মসজিদটিও আবিষ্কৃত হয়। গোরার মসজিদের পূর্বদিকে আছে পুকুর ও ওজু করার সুব্যবস্থা। মসজিদে পাঁচ ফুট প্রশস্ত দেওয়াল আছে। বারান্দাসহ মসজিদটি বর্গাকৃতির। মূল প্রার্থনা কক্ষের চার কোনায় অষ্টভুজাকৃতির চারটি কুরুজ সংযুক্ত আছে। বারান্দার দুই পাশে পৃথক আকৃতির আরও দুটি বুরুজ সংযুক্ত আছে। মূল প্রার্থনা কক্ষের পূর্বদিকে কৌণিক খিলানযুক্ত তিনটি প্রবেশপথ (মধ্যবর্তী প্রবেশপথটি বৃহৎ) এবং উত্তর ও দক্ষিণ দিকে একটি করে কৌণিক খিলানযুক্ত প্রবেশপথ আছে যা এখন জানালা হিসেবে ব্যবহার হচ্ছে। মসজিদের দেওয়ালে পোড়ামাটির পাতা-ফুলে শোভিত শিকল, ঘণ্টাসহ বিভিন্ন নকশা আছে। বাইরের দেওয়াল পুরোটাই পোড়ামাটির কারুকার্যে অলংকৃত, যা দর্শনার্থীদের অবাক করে।

No comments